সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের দুই যুবক নিহত হয়েছে। এতে তিন জন আহত হয়েছে।
নিহত দুই যুবক হলেন, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বাজুবাগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ সাজু (২৬) এবং একই উপজেলার ভূইয়াবাড়ী এলাকার সালাউদ্দিনের ছেলে মেজবাহ্ উদ্দিন ফাহিম ভূইয়া (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
এই দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার পিছকামতাল গ্রামের মো. হারুজ মিয়ার ছেলে সেলিম (৩৪), মোস্তফা মেম্বারের ছেলে হানিফা (২৪), পার্শ্ববর্তী ধামগড় ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মতিউর রহমান (৩০)।
বাংলাদেশের সময় শুক্রবার রাত ১টার দিকে জান্নাতুল বাকি এলাকার মসজিদের সামনে প্রাইভেটকার উল্টে ঘটনাস্থলে সাজ্জাদ ও ফাহিম মারা যায়। তারা পাঁচজন মদিনা থেকে মাছ বিক্রির টাকা আদায় করে প্রাইভেটকারে জেদ্দা ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।
এ বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার রাত ৮টার দিকে নিহত মেজবাহ্ উদ্দিন ফাহিম ভূইয়ার বাবা সালাউদ্দিন ভূইয়া জানান, তার ছেলে ফাহিম সৌদি প্রবাসী খালু হাজী ফারুকের মাছের আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন। নারায়ণগঞ্জ কলেজ থেকে অনার্স সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেয়ার পর চার বছর আগে সৌদি আরব যায় ফাহিম।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু খবর তিনি গণমাধ্যমে জেনেছেন। তাদের পরিবারের কেউ এখনো থানায় জানায়নি।