নুর মোহাম্মদ (৩০) নামে এক শ্রমিক ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুতের খুঁটিতে কাজ করা অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত নুর মোহাম্মদ গৌরীপুর উপজেলার বাসিন্দা। তিনি পল্লী বিদ্যুতের শ্রমিক বলে জানা গেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পল্লী বিদ্যুতের খুটিতে এ ঘটনা ঘটে।
ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুল ইসলাম বলেন, বিকালে উপজেলার ভালুকজান এলাকায় পেট্রোল পাম্পের কাছে পল্লী বিদ্যুতের খুটিতে কাজ সময় বৈদ্যতিক শকে আহত হয় নুরুল ইসলাম।
পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করলে পল্লী বিদ্যুতের লোকজন আহত নুর মোহাম্মদকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, শুনেছি বৈদ্যতিক শকে একজন মারা গেছে। তবে, লাশ খুজে পাচ্ছি না।
স্থানীয়দের কাছে জানতে পেরেছি নুর মোহাম্মদকে পল্লী বিদ্যুতের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে দায়িত্বরত পুলিশ অফিসার আজিজুর রহমান বলেন, ফুলবাড়িয়া থেকে বৈদ্যতিক শকে আহত কোন রোগী আসেনি।