ইতালিতে বাসের ধাক্কায় বজলুর রহমান (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রোমের তিবুরতিনা এলাকায় বজলুর রাস্তা পার হচ্ছিলেন। সে সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তদন্ত চলছে বলে ইতালি পুলিশ জানিয়েছে। খুব শিগগিরই তদন্ত রিপোর্ট জানানো হবে। তার মরদেহ বর্তমানে রোমের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা যায়, বজলুর রহমান প্রায় ১৫ বছর ধরে ইতালিতে বসবাস করে আসছিলেন। তিনি ইতালির বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।