ইউরোপের সব স্থানেই যেন স্পর্শ করেছে ভয়াবহ এই ভাইরাস। করোনা সংক্রমণ থেকে বাদ পড়েনি সদ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া বৃটেনও। ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, আয়ারল্যান্ড, সুইডেন, সব স্থানেই করোনা সংক্রমণ হওয়ায় এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে সেখানে।
বড় কথা হলো, এসব দেশে বা ইউরোপে বসবাস করেন বিপুল সংখ্যক বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। তাদের মধ্যেও এখন আতঙ্ক বিরাজ করছে। বৃটেনে আক্রান্ত হয়েছেন ৩২১ জন। সুইডেনে ২৪৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১১৭৬ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১২০৯। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন ইতালিতে। সেখানে এ সংখ্যা ৯১৭২। স্পেনে আক্রান্তের সংখ্যা ১০৭৩। বেলজিয়ামে ২৩৯। এসব হিসাব দিতে এবং ইউরোপের অবস্থা বুঝাতে যে মানচিত্র দেখানো হয়েছে তাতে পুরো মানচিত্রই লাল হয়ে আছে।