বিশ্বের সবচেয়ে বেশি পাঁচ হাজার ৫৬৬টি ক্যাটাগরির ওয়েবসাইট তৈরি করে গিনেস বুকে নাম তুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তরুণ আলম কিবরিয়া পাশা। গত রবিবার এ বিষয়ে গিনেস বুক কর্তৃপক্ষের পাঠানো স্বীকৃতিপত্র হাতে পাওয়ার পর আনন্দে চোখে পানি চলে আসে তাঁর।
ওয়েবসাইট ডেভেলপার আলম পাশার বাড়ি নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজিরকান্দি গ্রামে। তাঁর বাবা ইরন মোল্লা (হিরন) একজন কৃষক আর মা খাদিজা বেগম গৃহিণী। সাত ভাই-বোনের মধ্যে ষষ্ঠ আলম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দর্শন বিভাগে অনার্সে অধ্যয়নরত।
আলম পাশা গতকাল বলেন, ‘আমার ওয়েবসাইটটি বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির। পাঁচ হাজার ৫৬৬টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে এই সাইটে। সাইটটিতে ঢুকলে বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র সহজেই দেখা যাবে। মানচিত্র অনুযায়ী যেকোনো জেলায় ক্লিক করলেই ওই জেলার সব উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নামসহ প্রয়োজনীয় তথ্যাদি চলে আসবে। আপাতত আমি ৬৮ হাজার গ্রামের নাম অন্তর্ভুক্ত করেছি। কিন্তু গ্রামের তথ্যগুলো এখনো হালনাগাদের কাজ চলছে। যে কেউ চাইলে সাইটটিতে গিয়ে তাঁর নিজ গ্রামের তথ্যগুলো হালনাগাদও করতে পারবেন। সাইটে এমন ব্যবস্থাও রাখা হয়েছে।’
২০১৬ সালে নবীনগর উপজেলার বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোচিং করতে ঢাকায় চলে যান আলম। এ সময় কিছুদিন ওয়েব ডেভেলপিংয়ের কাজ শেখেন। সম্প্রতি করোনাভাইরাসের লকডাউনকালে ‘আমার গ্রাম’ নামের ওয়েবসাইট তৈরির কাজে মনোনিবেশ করেন। এতে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের নামসহ প্রয়োজনীয় তথ্য ও ফোন নম্বর এক ঠিকানায় নিয়ে আসাই ছিল তাঁর মূল পরিকল্পনা। এর পরই সর্ববৃহৎ ক্যাটাগরির ওয়েবসাইটটি বানানোর আইডিয়া মাথায় আসে এবং কাজ শুরু করেন।
আলম পাশা বলেন, ‘করোনাভাইরাসের পুরো সময়টাতে আমি ঘরেই ছিলাম। তবে ঘরে শুয়ে-বসে সময় নষ্ট না করে ওয়েবসাইটের কাজটুকু মনোযোগ দিয়ে করেছি। কাজটি করতে গিয়ে বিভিন্ন ফেসবুক গ্রুপ, সরকারি ওয়েবসাইট এবং গুগল ও উইকিপিডিয়া থেকে আমাকে নানা তথ্য সংগ্রহ করতে হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ওয়েবসাইট তৈরির পর পাঁচ মার্কিন ডলার খরচ করে আমি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে গত ২০ সেপ্টেম্বর আবেদন করি। ওই আবেদনে এটিকে বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির ওয়েবসাইটের স্বীকৃতির দাবি জানানো হয়। গিনেস বুক কর্তৃপক্ষ আমার আবেদন যাচাই করার পর অবশেষে আমার সাইটটিকে স্বীকৃতি দেয়। আর গতকাল রবিবারই (৪ অক্টোবর) তাদের স্বীকৃতিপত্র আমার হাতে পেয়েছি।’
আলম কিবরিয়া পাশা বলেন, ‘এখন ওয়েবসাইটের নিরাপত্তার দিকটিতে আরো গুরুত্ব দেওয়ার কাজ চলছে। তবে সবাই যখন তাঁদের প্রয়োজনে আমার বানানো ওয়েবসাইট থেকে নানা তথ্য নিয়ে সমৃদ্ধ হতে পারবেন, তখনই নিজেকে আমি সার্থক মনে করব।’
গিনেস বুকে স্থান পাওয়া ‘আমার গ্রাম’ নামের বিশ্বের সবচেয়ে বেশি ক্যাটাগরির সাইটটিতে ঢুকতে www.amargram.xyz-এ ক্লিক করতে হবে এবং যেকোনো তথ্য জানতে www.amargram@gmail.com-এ যোগাযোগ করতে হবে।