ঢাকার দোহার উপজেলার সাহেব বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার হোসেন নামক এক ব্যক্তির বাড়িতে হামলা এবং ভাংচুরের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী আব্দুল রব ও তার পরিবাররের সদস্যদের বিরুদ্ধে।
দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী আব্দুল রব ও তার স্ত্রী বেদানা, অপু, বিল্লাল, বিকাশ সহ ১০ থেকে ১৫ জন মিলে লাঠিসোঠা নিয়ে তাদের বাড়িতে অর্তকিত হামলা চালায়। এ সময় তারা ঘরের জানালার গ্লাস ও টিনের বেড়ায় ভাংচুর করে। শুক্রবার দেলোয়ার হোসেন বাদী হয়ে আব্দুল রব, অপু, বিল্লাল, বিকাশ, বেদানা সহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল রবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলেন জানান।
দোহার থানার ডিউটি অফিসার এএসআই মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।